ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ফোনে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতিকি ছবি

নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পাইকসা গ্রামের উত্তম কুমার দের ছেলে। তিনি প্রাণ ইন্ডস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করতো। 

ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের বুকিং কর্মকর্তা ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে ওই যুবক রেললাইনের উপর দিয়ে ফোনে কথা বলে হেটে যাচ্ছিল। 

এ সময় ঢাকাগামি উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনে ধাক্কা লেগে রেললাইন থেকে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসূফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।