যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করল রিটজি ওয়ারড্রব
সংগৃহীত
দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করেছে নারীদের পোশাক ব্র্যান্ড রিটজি ওয়ারড্রব।
বৃহস্পতিবার শপিংমলের গ্রাউন্ড ফ্লোরে এই ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলম। এসময় রিটজি ওয়ারড্রবের কর্ণধার সামিয়া আফরিন জয়নবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্ক সবসময়ই ব্র্যান্ড ও ক্রেতার মধ্যে দৃঢ় সংযোগ স্থাপনে কাজ করে আসছে। রিটজি ওয়ারড্রব-এর মতো আস্থাশীল ফ্যাশন ব্র্যান্ড আমাদের ফ্যাশন ও লাইফস্টাইল সেগমেন্টকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদী।
রিটজি ওয়ারড্রব-এর কর্ণধার সামিয়া আফরিন জয়নব বলেন, যমুনা ফিউচার পার্ক দেশের অন্যতম প্রিমিয়াম লোকেশন, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা আসেন। আমরা বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম আমাদের ব্র্যান্ডকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
সেই সঙ্গে নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দেবে। তিনি বলেন, এটা আমাদের দ্বিতীয় শোরুম। আর এই শোরুম উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও অফার রাখা হয়েছে।