আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

রাজশাহীর কাশিয়াডাঙ্গারর বিভিন্ন এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ ও ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে এ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানি (নেসকো)।  

বুধবার (৩০ অক্টোবর) নেসকোর রাজশাহী বিবিবি-কাশিয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের আওতাধীন সকল এলাকা, এসিআই গোদরেজ, মিয়াপুর, সুতাহাটি, ঠাকুরমারা এবং লিলিহলমোড় সহ প্রভৃতি এলাকা এবং কসবা, আন্ধারকোঠা, হলদিবোনা, গোহমাবোনা, বিয়ানাবোনা, রাজাবাড়ি হাট, বিজয়নগর সহ প্রভৃত এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।