প্রাথমিকের শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রাথমিকের শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ২৭ নভেম্বর থেকে অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন তারা।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষক এন্ট্রিপদে ১১তম গ্রেড প্রদান; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৫ নভেম্বরের মধ্যে তিন দাবি মানা না হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

যদি এই সময়ের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি বা ঘোষণা না আসে তাহলে পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এক অংশের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। নূরে আলম সিদ্দিকী রবিউল ও অজিত পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তপন কুমার মন্ডল। মূলবক্তব্য পাঠ করেন শাহিনুর আল আমিন এবং কর্মসূচি ঘোষণা করেন আনিসুর রহমান।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শাহিনূর আক্তার ও সাবেরা বেগম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, মো. মিজানুর রহমান, মো. রাসেল কবির, মো. ওয়াদুদ ভূঁইয়া, আমিনুল হক, মো. ইলয়াস হোসেন, আব্দুর রহমান, নাজমুল হোসেন, মতি লাল দাসগুপ্ত, মো. তাজুল ইসলাম, টি এম জাকির হোসেন, শিরীন সুলতানা প্রমুখ।