ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ও সুরেরতরী সাংস্কৃতিক একাডেমির যুগপূর্তি উপলক্ষে ঢাকা কলেজে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা কলেজের আ.ন. ম. নজীব উদ্দিন খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও দলীয় পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠে পুরো মিলনায়তন।
সুরেরতরী সাংস্কৃতিক একাডেমির প্রধান সূচশোষক আলহাজ্ব মো. আব্দুর রহমানের সভাপতিত্বে এবং মুফতি মাসরুর তাশফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জিন্নুরাইনের পরিচালক আবুল কালাম আজাদ, দাবানলের পরিচালক কাউসার আহমাদ সুহাইল, আহ্বানের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম, কলরবের পরিচালক মোহাম্মাদ বদরুজ্জামান, সাইমন শিল্পীগোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম, হ্যাভেন টিউনের পরিচালক গাজী আনাস রওশন, হাসনাহেনার পরিচালক হুসাইন মাহমুদ, মানযিলের পরিচালক মাসুম বিন মাহবুব এবং স্বপ্ন পূরণের পরিচালক হুজাইফা আল মাহদী।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী আবু উবায়দা, আবু রায়হান, মাহমুদ হুজাইফা ও তাওহীদ জামিল।
এছাড়া পরিবেশনায় অংশ নেয় আমন্ত্রিত শিল্পীগোষ্ঠীগুলো—সুরেরতরী শিল্পীবৃন্দ, সাইমুম, কলরব, স্টুডিও, আহ্বান, স্বপ্নসিঁড়ি, জিন্নুরাইন, মানযিল ও সওগাত সাংস্কৃতিক সংসদ।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাকে সাংস্কৃতিকভাবে স্মরণ করায় আমাদের ইতিহাস চেতনা আরও গভীর হয়। আজকের আয়োজনটি ছিল অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয়। সুরেরতরী সবসময় ইতিবাচক ও ইসলামী মূল্যবোধভিত্তিক সংস্কৃতির ধারক— আজও তারা সেই ধারার দৃষ্টান্ত স্থাপন করেছে।’
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুফতি আফজাল হোসাইন, ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মাদ রিদওয়ানুল হক ও মোহাম্মাদ আল সাবিত।