রিটার্নিং অফিসাররা চাইলে দায়িত্বরত আসনের ভোট স্থগিত করতে পারবেন : নির্বাচন কমিশানার
আনোয়ারুল ইসলাম
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এটির জন্য সর্বতোভাবে প্রস্তুত। বিদেশে আমাদের ভাই, স্বজন, প্রবাসী যাঁরা থাকেন, তাঁরা তাঁদের নিবন্ধন করবেন। সেই নিবন্ধনের কাজ আমরা শুরু করিনি।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, নির্বাচন কমিশনের সার্ভার কাজ করছে না। এ জন্য সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এ রকম অনেক গুজব রটাবে, রটানোর চেষ্টা করবে। গুজবে কান দেবেন না।
গতকাল শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটায় একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুয়াকাটা কোডেক ট্রেনিং সেন্টার সভাকক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে ‘পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।