নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল সম্পাদক কামরুল
সংগৃহীত
নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলাভিশনের কামরুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এমএ সেলিম এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচিত অন্যরা হচ্ছেন-সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু, জুনিয়র সহসভাপতি মো. ইসাহাক আলী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এমএম আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির, কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. আজিজুল হক টুকু, আব্দুস সালাম, আব্দুল মজিদ, সাহেদুল আলম রোকন।