কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরা ও বিক্রির অপরাধে ৫০ কেজি জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ব্যবসায়ী ইছাকে (১৯) ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটার ধোলাই মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদিক নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মাছ জব্দ করা হয়। পরে মানবিক বিবেচনায় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, শনিবার থেকে আগামী আট মাস জাটকা ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। খবর পেয়ে ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন সাদিক বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫(১) ধারানুসারে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ ধরা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।