টিকা নিলেন রাষ্ট্রপতি

টিকা নিলেন রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। তার প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, বিকাল ৫টা ১৫ মিনিটে রষ্ট্রপতি তার সরকারি বাসভবন বঙ্গভবনে টিকা গ্রহণ করেন।রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা টিকা নেয়ার সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‍করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনাভাইরাসের টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

ইতিমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দেশব্যাপী ১ হাজার ৫টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হচ্ছে।