দীঘির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

দীঘির বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

দীঘি শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন। - ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি তার বাবা ও মামার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ঢাকাই চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বুধবার (১০ মার্চ) এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা জজ কোর্টে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর দেলোয়ার জাহান ঝন্টু সাংবাদিকদের বলেন, ‘দীঘি, তার বাবা ও মামার বিরুদ্ধে এক কোটি টাকা আদায়ের জন্য মানহানির মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি। পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি আমি লিখেছি। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার তো ১০ কোটি টাকাও কম হয়ে যায় বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘সিনেমার নায়িকাই যখন বলেছে- সিনেমা চলবে না, তাহলে মানুষ কেন হলে যাবে? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’

‘তুমি আছো তুমি নেই’ নামে সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটি আগামী ১২ মার্চ সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয় পোস্টার, ট্রেইলার। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন নির্মাতা ও দীঘি। দর্শকদের সমালোচনার সাথে তাল মেলান নায়িকা দীঘিও। তারপরই মূলত এই পরিচালকের সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়।