খুলনায় কলেজ শিক্ষক হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড

খুলনায় কলেজ শিক্ষক হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি: খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর আট আসামিকে খালাস দেয়া হয়।

আজ বৃহস্পতিবার (১১মার্চ)দুপুর বেলা খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন-রাজু মুন্সি ও তু‌হিন গাজী। শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন চিত্তরঞ্জন বাইন।

আদালত সূত্রে জানা যায়, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শেরে এ বাংলা আমাতলা রেডের একটি বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ১৫ জানুয়ারি ডাকতির উদ্দেশেজানালার গ্রিল কেটে তার বাসায় ঢুকে প্রভাষককে হত্যার পর নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরদিনে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই। ওই বছরের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত রায় দিল।