‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা

ইয়াং গ্লোবাল লিডারসের দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ এশিয়ায় নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে একজন হয়েছেন মাশরাফি।

সদ্য অঞ্চলভিত্তিক একটি তালিকা প্রকাশ করেছে, সংস্থাটি। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ১১২ জন তরুণ নেতা রয়েছেন তালিকায়। এর মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে সপ্তম স্থানে আছে দেশের জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফির নাম।

ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অংশ। সংস্থাটি প্রতিবছর  ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে। 

তালিকায় মাশরাফীর সংক্ষিপ্ত পরিচয় বর্ণনা করা হয়েছে। ক্রিকেটের পাশাপাশি মাশরাফীর সমাজসেবামূলক কর্মকান্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।