নেত্রকোনায় ১ লাখ ২৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ১ লাখ ২৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ১ লাখ ২৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ- ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দ উপজেলার দুটি বাজারে ভ্রাম্যামান আদালত অভিযান চালিয়ে ১ লাখ ২৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে। 

বুধবার (২৪ মার্চ) উপজেলার উদয়পুর বাজার ও গুতুরা বাজারে অভিযান পরিচালনা করেন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেচ মোঃ সোহেল রানা।

জানা গেছে, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় দুই উদয়পুর বাজার এবং গুতুরা বাজার থেকে ৮ টি দোকান থেকে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়। অভিযানে ১ লাখ ২৮ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত দয়াল বিড়ি ও অমিত বিড়ি জব্দ করা হয়। এছাড়ও পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিভিন্ন দোকান হতে জব্দ করা হয়। এরপর এ সমস্ত অপরাধের জন্য দোষী ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৮ দোকান মালিককে ১১৫০০ টাকা জরিমানা করা হয়।