কুষ্টিয়ায় ২০ হাজার শলাকা "ঢাকা স্পেশাল" নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ

কুষ্টিয়ায় ২০ হাজার শলাকা "ঢাকা স্পেশাল" নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ

কুষ্টিয়ায় ২০ হাজার শলাকা "ঢাকা স্পেশাল" নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ-

কুষ্টিয়ার ভেড়ামার উপজেলায় ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ঢাকা স্পেশাল সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয় সার্কেল-২।

বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে সিগারেটের এ চালান জব্দ করা হয়।

জানা গেছে, কুষ্টিয়া সার্কেল-০২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা মোঃ নওশের আলী মুন্সীর নেতৃত্বে একটি নিবারক দল বিকাল ৫.৩০ টায় ভেড়ামারা উপজেলার পরানখালি এলাকায় অবস্থান নেয়। দীর্ঘসময় রাস্তার পাশে সুকৌশলে অবস্থান নেয়ার পর বস্তাবন্দী ২ কার্টুন সিগারেট পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে আটককৃত সিগারেট গণনা করে ২০,০০০ শলাকা "ঢাকা স্পেশাল" ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রাপ্ত সিগারেটের প্যাকেটে যে ব্যান্ডরোল ছিল, প্রাথমিক পরীক্ষায় তা নকল ব্যান্ডরোল বলে চিহ্নিত হয় এবং পরবর্তীতে উক্ত সিগারেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে এসে জমা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির উক্ত  চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এখানে উল্লেখ্য যে, আটককৃত সিগারেটের প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোন ঠিকানা পাওয়া যায় নি। যার বাজার মূল্য: ৭৮ হাজার টাকা এবং এর সাথে সরকারের ৫৬ হাজার টাকার রাজস্ব জড়িত রয়েছে।