হে বিপন্ন পৃথিবীর দাঈ! একটু ভেবে দেখবেন কি?

হে বিপন্ন পৃথিবীর দাঈ!  একটু ভেবে দেখবেন কি?

হে বিপন্ন পৃথিবীর দাঈ! একটু ভেবে দেখবেন কি?-

ড. মীর মনজুর মাহমুদ-

ইসলামী দাওয়াহর লক্ষ্য কি এটা নয় যে, সম্মান, দরদ ও মমতার মোড়কে উত্তম কথায় মানুষের হৃদয় জাগানো, বিশ্বাসের আলোকময় রাজপথে তুলে দেয়া- যার একপ্রান্তে  দাওয়াত গ্রহণকারী আর অপর প্রান্তে জান্নাত অপেক্ষমান। এটি কাউকে ধরাশায়ী করে নিজে বিজয়ী হওয়া নয়। তাই এমনটি ভাবলে কতই না ভালো হতো (!)- দাওয়াহ হবে দ্বীন পালনে পিছিয়ে থাকা মুসলিম ভাইবোনদেরকে নিজের চেয়ে অগ্রগামী করার নিরন্তর প্রচেষ্টা করা, অমুসলিম ভাইবোনদেরকে অযুত সম্ভাবনাময় একজন মুসলিম বিবেচনা করা। আর সমাজের প্রচেষ্টাহীন শান্তিকামী মানুষগুলোকে শান্তি কর্মীতে রূপান্তরে উদ্বুদ্ধ করা। ছোট্ট প্রজাপতি তার রঙ্গীন ডানা দিয়ে,  কাঁটার বেস্টনিতে থেকেও ফুল তার মধু, অনিন্দ্য সৌন্দর্য, সৌরভ আর পবিত্রতা দিয়ে মানুষকে আকৃষ্ট করে। হে আল্লাহর পথে আহবানকারী! তোমার কী এমন কিছুই নেই!

লেখক: বিশিষ্ট লেখক, গবেষক এবং আলোচক।