আমিও মানুষ হতে চাই

আমিও মানুষ হতে চাই

আমিও মানুষ হতে চাই- প্রতীকী ছবি

ড. মীর মনজুর মাহমুদ-

দুনিয়াজোড়া মহামারি। লাশের মিছিল। আমি বেঁচে আছি। মানে আমাকে বাঁচিয়ে রেখেছেন- যিনি আমার রব। যারা চলে গেলেন, কেউ যেতে চাননি। স্বজনরাও ছাড়েনি। কান পেতে শুনুন কি আহাজারি চলছে, সন্তানহারা মায়ের, পিতা-মাতাহারা সন্তানের, স্বজনের চোখের পানি কি আদৌ শুকিয়েছে? না, এ যাতনা নিয়েই তারা বাকি সময় পার করবে। নিজে একটু যন্ত্রনাকাতর হয়ে ভাবুন।

সৃষ্টিকূলে মানুষ ছাড়া কেউ অন্যের জন্যে ভালো বা মন্দ ভাবতেই পারে না। আমি পারি। তাই আমি মানুষ। না পারলে, মানুষ হব কি করে? আসুন! এ সংজ্ঞার আলোকে একটু যাচাই করে নিই নিজেকে। গতকাল বা আজ সকাল থেকে যা করেছি তার সবই কি নিজের আর পরিবারের জন্য ছিল? না, স্বজন, প্রতিবেশী, দেশের মানুষের জন্য কিছু ছিল? সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পরামর্শ  মেনেই পাশে দাঁড়াতে পারি। এখনও কি পাপাচার, অন্যায় আর অন্যের ক্ষতির চিন্তা বাদ দিতে পেরেছি কি? ভেবে দেখি তো, সাদা কাপড়েমোড়া আমার মৃত্যু পরওয়ানা কতদূরে?

লেখক: বিশিষ্ট লেখক, গবেষক এবং আলোচক