ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঘুড়ি হলো আতিকের কাল। পাবনার চাটমোহরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুলছাত্র কৈনুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও কৈনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র আতিকুল ইসলাম আতিক (১১)।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাসুদ রানা জানান, বৃহস্পতিবার বাড়ির পাশের মাঠে বন্ধুদের সাথে ঘুড়ি ওড়াতে যায় আতিক। এক পর্যায়ে সুতা ছিঁড়ে একটি গাছে ঘুড়ি আটকে যায়। গাছ থেকে ঘুড়ি আনতে গাছে ওঠে সে।

গাছের সাথেই বিদ্যুৎ লাইনের তার থাকায় আতিক গাছের ডালের সাথে থাকা তার স্পর্শ করামাত্র সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে সব সময় শিশুদের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।