যশোরে কম্বাইন হারভেস্টরের মাধ্যম বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

যশোরে কম্বাইন হারভেস্টরের মাধ্যম বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

যশোর মনিরামপুরে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ ও কম্বাইন হারভেস্টরের মাধ্যম যশোর জেলায় হাইব্রিড জাতের বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে চিনাটোলা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরর উপ-পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত-পরিচালক কৃষিবিদ জাহিদুল আমিন আরও উপস্থিত ছিলেন, কৃষিবিদ দীপঙ্কর দাস, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদেরকে আধুনিক পদ্ধতিতে হারভেস্টারের মাধ্যমে ধান কাটার উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়।