গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম জোবাইদা খাতুন (২২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জোবাইদা মেহেরচন্ডী এলাকার মৃত জাহিদুল হাসানের মেয়ে।

সমাজকর্ম বিভাগের সভাপতি ড. গোলাম কিবরিয়া ফেরদৌস শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন জোবাইদা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।