৩১ বছর পর ফের জুটি বাঁধছেন অঞ্জন-রূপা
ছবি: সংগৃহীত
পরিচালক সমর্পণ সেনগুপ্তের হাত ধরে দীর্ঘদিন তিন দশক পর রুপালি পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় জুটি অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায়। সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত ‘প্রত্যাবর্তন’ছবিতে দেখা যাবে এই জুটিকে।
ছবির গল্প আবর্তিত হয়েছে পুরুলিয়ার এক চিকিৎসক পরিবারকে ঘিরে। উন্নত ভবিষ্যতের আশায় স্ত্রী শালিনী ও তিন বছরের মেয়েকে নিয়ে মফস্বলের সরকারি চাকরি ছেড়ে কলকাতায় পাড়ি জমান ডঃ দীপঙ্কর সান্যাল। কিন্তু সময়ের সাথে সাথে তাঁদের জীবন বদলে যেতে শুরু করে। শহরের যান্ত্রিকতার ভিড়ে একাকিত্বে ভোগা তাঁদের কিশোর কন্যা (দিশা) আশ্রয় নেয় সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ায়। সেখান থেকেই শুরু হয় এক ভয়াবহ বিপর্যয়, যা তাঁদের সাজানো জীবনকে চুর্ণবিচুর্ণ করে দেয়। শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরে আবারও গ্রামে ফেরার নতুন লড়াই শুরু করেন দীপঙ্কর ও শালিনী।
শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য ও পরিচালনা করছেন সমর্পণ সেনগুপ্ত।
পরিচালক বলেন, ‘এটি কেবল একটি পরিবারের কাহিনি নয়, বরং দ্রুত বদলে যাওয়া সময়ের প্রতিচ্ছবি। সাফল্যের অন্ধ দৌড়ে মানুষ কীভাবে নিজের ভালো থাকার সংজ্ঞা হারিয়ে ফেলছে তা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।’
এই ছবিতে অঞ্জন-রূপা ছাড়াও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব তপাদার এবং দেবরঞ্জন নাগসহ আরও অনেকে। ‘প্রত্যাবর্তন’ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মিষ্টুর।
অঞ্জন-রূপা অভিনীত ছবিরগুলো ‘যুগান্ত’ (১৯৯৫), ‘দত্ত ভার্সাস দত্ত’(২০১২), ‘দেখা’(২০০১), ‘জানি দেখা হবে’ (২০১১), ‘এক মুঠো ছবি’(২০০৫)।