যমজ সন্তানের বাবা হচ্ছেন রাম চরণ, জানা গেল দিনক্ষণ!

যমজ সন্তানের বাবা হচ্ছেন রাম চরণ, জানা গেল দিনক্ষণ!

ছবি: সংগৃহীত

গত বছরের দীপাবলিতে ফের মা-বাবা হওয়ার খবর জানান দক্ষিণী তারকা দম্পতি রাম চরণ ও উপাসনা কোনিডেলা। যমজ সন্তানের মা-বাবা হচ্ছেন তাঁরা। দীপাবলির সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল তাঁদের বেবি শাওয়ারের ছবি ও ভিডিও। এরপর এক পোস্টে দ্বিতীয়বার মা হওয়ার খবরটি নিশ্চিত করেন উপাসনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরুতেই তাঁদের ঘর আলো করে নতুন অতিথির আগমন ঘটবে। জানুয়ারি মাসেই সন্তান জন্ম দিতে পারেন উপাসনা।

রাম ও উপাসনার বিয়ের দীর্ঘ ১১ বছর পর ২০২৩ সালের জুন মাসে প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের দুই বছর পর ফের তাঁদের পরিবারে নতুন অতিথির আগমন।

এর আগে গত বছরের অক্টোবর মাসে রাম চরণ ও উপাসনা দ্বিতীয়বার গর্ভধারণের খবর ঘোষণা করে ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট করেছিলেন। পোস্টে লিখেছিলেন, ‘এবারের দেওয়ালি সত্যিই দারুণ গেল। ডাবল ধামাকা আসছে। রাম চরণ ও উপাসনার সংসারে জোড়া সন্তান আসছে। সব ঠিক থাকলে আগামী বছরই যমজ সন্তানের মা-বাবা হবেন তাঁরা।’

রাম চরণকে সর্বশেষ দেখা গেছে ‘গেম চেঞ্জার’ সিনেমায়। এস. শংকর পরিচালিত সিনেমাটি ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে মুক্তি পায়। এই সিনেমাতে রাম চরণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।