আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার শিক্ষককে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার শিক্ষককে শোকজ

ফাইল ছবি

খুলনার কয়রা উপজেলায় নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ চার শিক্ষককে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে। খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী জনসভা আয়োজন ও তাতে অংশগ্রহণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন—কয়রার কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলিউল্লাহ, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক মো. শরিফুল ইসলাম, একই মাদরাসার সহকারী মৌলবী মাওলানা রফিকুল ইসলাম এবং বেজপাড়া দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য ইয়াসমিন নাহার স্বাক্ষরিত শোকজ নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন আচরণবিধি অনুযায়ী এমপিওভুক্ত ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের পক্ষে সভা-সমাবেশ বা প্রচারণায় অংশ নিতে পারেন না। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।