ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে, ৪ রোগীর মৃত্যু

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে, ৪ রোগীর মৃত্যু

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের হাসপাতালে, ৪ রোগীর মৃত্যু

পালঘরের পরে এবার ভারতের মহারাষ্ট্রের থানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাঝরাতে আগুন লেগে যায় ওই বেসরকারি হাসপাতালে। অন্তত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। ২০-র বেশি রোগীকে বিভিন্ন ওয়ার্ড থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে থানের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় স্থানী সময় রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগে থানে জেলার মুম্ব্রা এলাকার প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে। হঠাৎ হাসপাতালের এক জায়গা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপর দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রোগীদের অন্য হাসপাতালে সরানোর সময়ই ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনই আইসিইউয়ে ভর্তি। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী ড. জিতেন্দ্র আওয়াদ। তিনি জানিয়েছেন, ‘‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় পুরসভা দ্রুত এবিষয়ে বিশদে জানাবেন।’’ 

গত শুক্রবারই মহারাষ্ট্রের পালঘর জেলার এক কোভিড হাসপাতালে আগুন লাগে। অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল সেই মর্মান্তিক দুর্ঘটনায়। তারও আগে ২১ এপ্রিল রাজ্যের নাসিকে অক্সিজেন ট্যাঙ্ক লিক করায় ২২ জন রোগীর মৃত্যু হয়। -সংবাদ প্রতিদিন