২৪ ঘণ্টায় পাবনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত বিভাগের সর্বোচ্চ

২৪ ঘণ্টায় পাবনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত বিভাগের সর্বোচ্চ

২৪ ঘণ্টায় পাবনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত বিভাগের সর্বোচ্চ

পাবনার করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে চলেছে। সরকারি বিধিনিষেধ অনেকেই মানছেন না। প্রতিদিন আশংকাজনকভাবে আক্রান্তে সংখ্যা বেড়েই চলেছে।মৃত্যুর তালিকা লম্বা হতে চলেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে।  গত গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৪৬ জনে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহের ধারাবাহিকতায় করোনা ভাইরাসে আজও (বৃহস্পতিবার) পাবনায় রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ জন। যা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ। বুধবার বিভাগের মধ্যে পাবনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, লক ডাউনের মধ্যে ব্যবসা বাণিজ্যে কিছুটা শিথিলের সুযোগে মানুষ হাট-বাজার, শপিংমলসহ অন্যান্য ক্ষেত্রে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি যেন অনেকের কাছে একেবারেই গৌন। পাবনায় করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে চলেছে বলে সচেতন মহল খুবই উদ্বিগ্ন।