গভীর রাতে সিলেটে মসজিদ থেকে হেফাজত নেতা গ্রেফতার

গভীর রাতে সিলেটে মসজিদ থেকে হেফাজত নেতা গ্রেফতার

গভীর রাতে সিলেটে মসজিদ থেকে ইতেকাফ অবস্থায় হেফাজত নেতা গ্রেফতার- সংগৃহীত ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার একটি টিম। বৃহস্পতিবার (০৬ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরের বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করে। তিনি জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি।

সহিংসতা ও তাণ্ডবের দায়ে সারাদেশে হেফাজত নেতাদের গ্রেফতার অভিযান চললেও সিলেটে এই প্রথম পদবীধারী হেফাজতের কোনো নেতাকে গ্রেফতার করা হলো।

শাহীনুর পাশাকে আটকের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিহা প্রকাশ করে তিনি বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে গ্রেফতার করেছে। রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা।

বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপিও শাহীনুর পাশাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে ধরে নিয়ে যায়। তিনি এসময় ইতেকাফ অবস্থায় ছিলেন।

চারদলীয় জোট সরকারের আমলে এই জোটের প্রার্থী হিসেবে এমপি হন শাহীনুর পাশা।