কুষ্টিয়ায় ১,৫০,০০০ শলাকা জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ায় ১,৫০,০০০  শলাকা জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ায় ১,৫০,০০০ শলাকা জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ১,৫০,০০০ শলাকা জাল ব্যান্ডরোলযুক্ত দুটি ব্রান্ডের বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২।

গতকাল শুক্রবার (৭ মে)ভোর ৫ টার দিকে উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় আশিক বিড়ি ও জামিল বিড়ি জব্দ করে কাস্টমস কর্মকর্তারা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তা নওশের আলী মুন্সির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এ সময় আশিক বিড়ি ও জামিল বিড়ি নামীয় প্রতিষ্ঠানের সর্বমোট ১,৫০,০০০ শলাকা বিড়ি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে গণনা করে জাল ব্যান্ডরোলযুক্ত ১,০০,০০০ শলাকা শলাকা  আশিক বিড়ি ও ৫০,০০০ শলাকা জামিল বিড়ি পাওয়া যায়।জব্দকৃত বিড়ির বাজার মূল্য  ১ লক্ষ ৮ হাজার টাকা এবং এর সাথে সরকারের রাজস্ব জড়িত ৪৮ হাজার ৬ শত টাকা।

পরবর্তীতে আটককৃত বিড়ি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে এসে জমা প্রদান করা হয়। আটককৃত উক্ত  চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।