ভারতে দৈনিক সংক্রমন ও মৃত্যু কমেছে

ভারতে দৈনিক সংক্রমন ও মৃত্যু কমেছে

ভারতে দৈনিক সংক্রমন ও মৃত্যু কমেছে- সংগৃহীত ছবি

ভারতে গত ৪ দিন আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি ছিল। গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। যদিও দৈনিক সংক্রমণ এবং মৃত্যু কমলেও সংক্রমণের হার বেড়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১০ মে সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের। কোভিড সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের হার ২৪.৮৩ শতাংশ। এখনও পর্যন্ত মোট সংক্রমণের হার ৭.৪৬ শতাংশ।

আক্রান্তের সঙ্গে কিছুটা কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭ জন। -আনন্দবাজার