আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ১৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ১৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

ছবি : প্রতিনিধি

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ১৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।  এ অভিযানে আতাউর রহমান (৪২) নামে একজনকে আটক করে র‍্যাব -৪। রবিবার সন্ধ্যায় আশুলিয়ার শ্রীখণ্ডীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রবিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীখন্ডীয়ার পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়।  এসময় ১৮১ বোতল ফেন্সিডিলসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ প্রাইভেট কার জব্দ করা। অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত আতাউর রহমান নামে একজনকে আটক করা হয় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে র‍্যাব - ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আটক আতাউর রহমান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করতো। প্রাইভেট গ্যাস সিলিন্ডারের মধ্য লুকিয়ে মাদক পরিবহন করতেন তিনি। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।