ময়মনসিংহে ১ লাখ ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ: দুই ব্যবসায়ীকে জরিমানা

ময়মনসিংহে ১ লাখ ৫০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ: দুই ব্যবসায়ীকে জরিমানা

১ লাখ ৫০ হাজার জনি বিড়ি, মোহিনী বিড়ি পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়- ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত ১ লাখ ৫০ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিড়ি বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

সোমবার (১০ মে) জেলার ত্রিশাল থানার মাদকপট্টি বাজারে অভিযান চালিয়ে এ বিড়ি জব্দ করে।

জানা যায়, ত্রিশাল থানার মদকপট্রি বাজারে ভেজাল বিরোধী অভিযাজান চালায় ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট এ টিএম আরিফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বাজার থেকে দুই দোকান থেকে নকল ব্যান্ডরোলযুক্ত ১ লাখ ৫০ হাজার জনি বিড়ি, মোহিনী বিড়ি জব্দ করা হয়।

পরে জব্দকৃত বিড়ি পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

এবিষয়ে নির্বাহি ম্যাজিস্ট্রেট এ টিএম আরিফ বলেন, একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মদকপট্রি বাজারে বিশেষ অভিযান চালিয়ে আইন শৃংখলা বাহিনীর সহযোগীতায় ৭০ হাজার শলাকা মোহিনী, ৮০ হাজার শলকা জনি বিড়ি জব্দ করা হয়। পরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আগুনে পুড়িয়ে ফেলা হয়।