যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত একজনের মৃত্যূ

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত একজনের মৃত্যূ

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত একজনের মৃত্যূ

যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৩৩ বছর বয়সী আম্বিয়া খাতুন  নামে এক কিডনি রোগী মারা গেছেন।

বুধবার রাতে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আম্বিয়া খাতুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। 

সিভিল সার্জন  ডাঃ শেখ আবু শাহীন জানান,আম্বিয়া ও আব্দুল আওয়াল দুইজনই যশোর শহরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। গত ৭ মে তারা ভারত থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ঐ হোটেল কোয়ারেন্টিনে পাঠানো হয়। গতকাল সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করে হোটেল কর্তৃপক্ষ। এরপর রাত আটটার দিকে তাকে অ্যাম্বুলেন্স যোগে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

সিবিল সার্জন আরও জানান, আম্বিয়া খাতুন কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগী ছিলেন।  মৃত আম্বিয়া খাতুনের করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসে। তার মরদেহ পুলিশের সহযোগিতায় এলাকায় তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।