যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ২- সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিত্যনৈমেত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবাধে বন্দুক ব্যবহারের সুবাদে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রায় প্রতি মাসেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার শিকার হয়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ। এবার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন নারীসহ অন্তত দুজন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে বাসে এ হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন আরও পাঁচজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা গাড়ি চালিয়ে একটি বাসে প্রায় ৭০ রাউন্ড গুলি চালালে অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হন। ২১ বছর বয়সী এক তরুণীর জন্মদিনের অনুষ্ঠান শেষে বাসটি মঙ্গলবার সকালে সানফ্রানসিসকো থেকে ওকল্যান্ডে ফেরার পথে সানফ্রানসিসকো বে এরিয়ার ফ্রি ওয়েতে এ হামলার শিকার হয়।

গুলিতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে হাসপাতালে অপর একজন মারা যান। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত মাসের ১৮ তারিখ একই এলাকা ওকল্যান্ডে একইভাবে বাসে বন্দুক হামলার ঘটনা ঘটে।