ভারতে একদিনে মৃত্যু ৪ হাজারের নীচে, ২৪ ঘণ্টায় আক্রান্ত পৌনে ৩ লক্ষের বেশি

ভারতে একদিনে মৃত্যু ৪ হাজারের নীচে, ২৪ ঘণ্টায় আক্রান্ত পৌনে ৩ লক্ষের বেশি

ভারতে একদিনে মৃত্যু ৪ হাজারের নীচে, ২৪ ঘণ্টায় আক্রান্ত পৌনে ৩ লক্ষের বেশি - সংগৃহীত ছবি

মঙ্গলবার ২ লক্ষ ৬৩ হাজার, বুধবার ২ লক্ষ ৬৭ হাজার, বৃহস্পতিবার ২ লক্ষ ৭৬ হাজার— গত তিন দিন ধরে এটাই ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ধারাবাহিক ভাবে কমতে কমতে গত দু’দিন একটু হলেও ফের বাড়ল সংক্রমিতের সংখ্যা। তবে দৈনিক মৃত্যু ৪ দিন পর ৪ হাজারের নীচে নেমেছে।

ভরতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন। ৪ হাজারের নীচে নামলেও দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটি মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। সব মিলিয়ে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন কোভিডের জেরে। -আনন্দবাজার