ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ১ আহত ৪

ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ১ আহত ৪

ঈশ্বরদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ১ আহত ৪

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন।রোববার (২৩ মে ) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মালিথা ফিলিং স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি হলেন-নাটোর বড়াইগ্রাম উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আবদুস সালাম সেলু (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নাটোর জেলা থেকে একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে দাশুড়িয়া ইউনিয়নে উদ্দেশ্যে ছেড়ে আসে। সিএনজিটি মুলাডুলি ইউনিয়নের মালিথা ফিলিং স্টেশনের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি আরোহী বৃদ্ধ সেলু মারা যান।

আহত সিএনজি চালক আলমগীর হোসেন (৫০), সজিব হোসেন (১৮), মিনা খাতুন (৪২) ও রুমি খাতুন (১৫) কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আশংকাজনক অবস্থায় সিনএনজি চালককে  রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি ঘটনাস্থল থেকে জব্দ করা হলেও ট্রাকচালক ও তার সহকারী ( হেলপার) পালিয়ে যেতে সক্ষম হয়।