কিশোরগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার শলাকা বিড়ি জব্দ

কিশোরগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার শলাকা বিড়ি জব্দ

কিশোরগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজাল শলাকা বিড়ি জব্দ-

কিশোরগঞ্জ জেলার ইটনায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার ফ্রেশ বিড়ি জব্দ করেছে জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

সোমবার (২৪ মে) দুপুরে জেলার ইটনা বাজার থেকে এ নকল ব্যান্ডরোযুক্ত ৪৮ বস্তা বিড়ি জব্দ করা হয়। এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা বাজারে কিশোরগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ অভিযান পরিচালনা করে। এসময় বাজারে ফ্রেশ বিড়ির গোডাউনে তল্লাশী করেন কাস্টম কর্মকর্তারা। অভিয়ানে জাল নকল ব্যান্ডরোলযুক্ত ৪৮ বস্তা ফ্রেশ বিড়ি জব্দ করা হয়। পরে তা গণনা ১৪ লক্ষ ৪০ হাজার শলাকা বিড়ি রয়েছে বলে কাস্টমস বিভাগ জানিয়েছে। খবর পেয়ে ফ্রেশ বিড়ির ডিলার শাহ আলমসহ গোডাউনের কর্মচারীরা পালিয়ে যায়।

জব্দকৃত বিড়ি নিয়ে কিশোরগঞ্জ কাস্টমস অফিসে নেওয়া হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় মামলার প্রস্তুতি চলছে।