যশোর সাদিপুর সীমান্ত থেকে ৪৩,১৪০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড সহ একজন আটক

যশোর সাদিপুর সীমান্ত থেকে ৪৩,১৪০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড সহ একজন আটক

ছবি : প্রতিনিধি

যশোর সাদিপুর সীমান্ত থেকে ৪৩ হাজার ১৪০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড সহ একজনকে আটক করেছে ৪৯ বিজিবি।৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান,২ জন লোক বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণে ইন্টারন্যাশনাল কলিং কার্ড নিয়ে বেনাপোলের সাদিপুর সীমান্তের সেতু এন্টারপ্রাইজে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়।

আজ বেলা ১২ টার দিকে উক্ত অফিসে অভিযান চালিয়ে খাকি টেপে মোড়ানো অবস্থায় একটি কার্টুন সহ আমিনুর(২২) নামে একজনকে আটক করে। অপরজন পালিয়ে যায়।

পরে কার্টুনটি তল্লাসী করে ৪৩ হাজার ১৪০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড জব্দ করে বিজিবি। যার আনুমানকি মূল্য  ৩,৮২,৪৯,৬১৯/-(তিন কোটি বিরাশি লক্ষ ঊনপঞ্চাশ হাজার ছয়শত উনিশ) টাকা। আটককৃত আমিনুর বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুরের বাসিন্দা শামসুর রহমানের ছেলে।জব্দকৃত কলিং কার্ড এবং পলাতক ও আটকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।