রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ-

রাজবাড়ির পাংশায় ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৩ লক্ষ শলাকা বিড়ি জব্দ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকন মালিককে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ মে) জেলার পাংশা উপজেলার আজিজ সর্দার বাস স্ট্যান্ডে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এবং ভোক্তা অধিকারের এডি মোঃ শরিফুল ইসলালামের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।

এসময় সেখান থেকে নকল ব্যান্ডরোলযুক্ত ৩ লক্ষ শলাকা রাজু বিড়ি জব্দ করা হয়। রাজু বিড়ির ডিলার মোঃ মনিরুল ইসলামকে ভোক্তা আইনের ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে খাবার হোটেলের পরিবেশ নোংরা থাকায় ভোক্তা আইনের ৩৮ ধারায় জিল্লু হোটেলকে ১ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় হাসান এন্ড ব্রাদার্স ষ্টোরকে ৪১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।