গার্দিওলার স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনার ঝড়, নিজেকে আড়াল করছেন সিটি কোচ

গার্দিওলার স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনার ঝড়, নিজেকে আড়াল করছেন সিটি কোচ

গার্দিওলার স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনার ঝড়, নিজেকে আড়াল করছেন সিটি কোচ-

ভিসেন্তে দেল বস্কের টিকিটাকা ক্লাব ফুটবলে সফলভাবে কার্যকর হয়েছিল তাঁর হাত ধরে। আবার আধুনিক ফুটবলে ‘ফলস নাইনে'র সবচেয়ে সফল প্রয়োগও বোধহয় তিনিই করেছে। ২০০৮-০৯ এবং ২০১০-১১ বার্সাকে দু’বার চ্যাম্পিয়ন্স লিগে দেওয়া সেই পেপ গার্দিওলা। শনিবার এস্তাদিও দো দ্রাগাও-তে কীভাবে এতবড় ভুলটা করলেন, ভেবে কুল-কিনারা পাচ্ছেন না রিও ফার্দিনান্দ, জো কোল, জোলেওন লেসকটরা। ফাইনালের মঞ্চে ম্যান সিটির প্রথম একাদশ দেখে অবাক হয়েছিলেন সবাই। আর যে কারণে অবাক হয়েছিলেন তাঁরা, ঠিক সেটাই এদিন সিটির ফাইনাল হারের অন্যতম কারণ হয়ে দাঁড়াল।

অধিনায়ক ফার্নান্দিনহো এবং রদ্রির মতো দুই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বেঞ্চে বস। এদিকে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়েই বিপদ ডেকে আনলেন পেপ। ম্যান সিটির প্রথম একাদশে এদিন একইসঙ্গে নেমেছিলেন তিন অ্যাটাকিং মিডিও বার্নার্দো সিলভা, কেভিন দি ব্রুয়েনা এবং ইকে গুন্দোয়ান। বিটি স্পোর্স-কে ফার্দিনান্দ ফাইনাল শুরুর আগেই জানান, ‘বল ধরার মতো কেউ নেই। আবার পেপ একই ভুল করল এরকম একটা ম্যাচে। যতবার পেপ এমন আক্রমণাত্মক হতে গিয়েছে দল ভুগেছে। আজ রাতে আবার সেই একই ভুল। এ বছর ৬০টা ম্যাচের মধ্যে এই একটি ম্যাচেই ফার্নান্দিনহো, রদ্রি দু’জনকে একসঙ্গে বসানো হল। এটা বিরাট ঝুঁকি।’

ফার্নান্দিনহোর কথার সূত্র ধরেই কোল জানান, দল নির্বাচনেই বোধহয় চেলসিকে অর্ধেক জিতিয়ে দিল পেপ। রদ্রি, ফার্দিনান্দকে বসিয়ে আসলে চেলসির আক্রমণকে কী হেয় করলেন পেপ? প্রশ্ন তোলেন কোল। পাঁচ মৌসুম ধরে ম্যান সিটির রক্ষণ সামলানো লেসকট আবার প্রথম একাদশে অফ-ফর্মে থাকা রহিম স্টার্লিংকে রাখার কোনও যৌক্তিকতা খুঁজে পাননি। তবে তাঁর একাদশ নিয়ে প্রবল সমালোচনার মাঝেও নিজের সিদ্ধান্তকে ম্যাচ শেষে সমর্থন করেছেন গার্দিওলা।
 
স্টার্লিংকে একাদশে রাখা নিয়ে তাঁর যুক্তি, ‘জয়ের সুযোগ তৈরি করতে হলে আমাদের আক্রমণ ছাড়া গতি ছিল না। অবশ্যই রক্ষণও সামলাতে হবে কিন্তু আমরা আক্রমণাত্মক হতে চেয়েছিলাম। আমার সকলকেই প্রয়োজন ছিল।’ সবমিলিয়ে তাঁর সিদ্ধান্ত নিয়ে যে কোনও অনুশোচনা নেই, ম্যাচ শেষে সেটা বুঝিয়ে দেন স্প্যানিশ কোচ। আর গুয়ার্দিওলার স্ট্র্যাটেজির খামতির সুযোগ যিনি সুদে-আসলে কাজে লাগালেন সেই থমাস টাচেলও বললেন, তিনিও ফার্নান্দিনহোকে লাইন-আপে না দেখে অবাক হয়েছিলেন। -কোলকাতা২৪