রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা-

রাজবাড়ি জেলার একটি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ ব্যাবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (০১ জুন) বিকাল ৫ টার দিকে জেলার কোলার হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার।  

জানা যায়, ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে কোলার হাট বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় বাজারের কয়েকটি দোকান থেকে ৬ হাজার শলাকা পদ্মা বিড়ি এবং ৩ হাজার শলাকা বিউটি বিড়ি জব্দ করা হয়।

নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৪ দোকন মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত বিড়ি জন সম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।