বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে ২৮ জুন পর্যন্ত সময় দিল আইসিসি

বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে ২৮ জুন পর্যন্ত সময় দিল আইসিসি

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে সংশয়ে বিসিসিআই-

কোভিড পরিস্থিতিতে ভারতের মাটিতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত নিতে আইসিসি-র কাছে এক মাস সময় চেয়েছিল বিসিসিআই। মঙ্গলবার (০১ জুন) আইসিসি-র এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণের জন্য ভারতকে ২৮ জিন পর্যন্ত সময়সীমা দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

চলতি মাসের শেষেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডকে জানাতে হবে তারা ২০২১ টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না। ভারতের মাটিতে বিশ্বকাপ না-হলে ব্যাক-আপ ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বর্তমানে দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমলেও এখনও নিরাপদ নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেশ। এই অবস্থায় বছরের শেষে অর্থাৎ অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে সংশয়ে বিসিসিআইও।

গত শনিবার অর্থাৎ ২৯ মে বিসিসিআই-এর স্পেশাল জেনারেল মিটিংয়ে বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। আইসিসি-র কাছে আরও এক মাস সময় চাওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন বোর্ড কর্তা। সেই মতো এদিন আইসিসি-র বোর্ড মিটিংয়ে অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে আরও এক মাস সময় চেয়ে নেয় বিসিসিআই। সেই আবেদনে সাড়া দিয়ে আইসিসি ২৮ জুন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিল।

গত বছর কোভিডের কারণে অস্ট্রলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। কিন্তু এবার বিশ্বকাপ স্থগিত করার কোনও পরিকল্পনা নেই আইসিসি। ভারতে বিশ্বকাপ না-হলে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ করার কথা ভেবে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থ। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন করার জন্য সবরমক চেষ্টা করবে বিসিসিআই। মঙ্গলবার এমটাই জানিয়েছেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তবে ভারতের বিশ্বকাপ হলে, যে ৯টি ভেন্যুতে ম্যাচ হওয়ার কথা তা হল দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, ধরমশালা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও লখনউ। -কোলকাতা২৪