যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

যশোরে করোনা সংক্রমণ প্রতিরোধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ছবি : প্রতিনিধি

যশোর জেলার ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানাধীন খানপাড়া, কাগজপুর, কলেজপাড়া এলাকায় করোনা সংক্রমণ  প্রতিরোধে সচেনতা মূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এর সহযোগীতায় এবং র‌্যাবের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেনাপোল পোর্ট  থানার কলেজপাড়া এলাকার মেহেদী হাসান (২৫) , রাশেদুল (৩০), সাদ্দাম এবং ঝিকরগাছার থানার খানপাড়া এলাকার আতিয়ার রহমান, আজিজুর রহমান,  রহুল আমিন, শার্শা থানার কাগজপুকুর এলাকার আলামিন (২৮) কে ৩,৪০০/- টাকা জরিমানা করেন।