ভারতে একদিনে আড়াই হাজারের বেশি মৃত্যু

ভারতে একদিনে আড়াই হাজারের বেশি মৃত্যু

ভারতে একদিনে আড়াই হাজারের বেশি মৃত্যু-

মঙ্গলবারের তুলনায় একটু বাড়লেও ৬০ হাজারের কাছেই রয়েছে ভারতে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়িয়ে গেল। তবে দৈনিক মৃত্যু মঙ্গলবাররে তুলনায় কমলেও তা আড়াই হাজারের বেশিই রয়েছে। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। এ নিয়ে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জন।

দেশটির এই আড়াই হাজার মৃত্যুর সিংহভাগই মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৮ জনের। তামিলনাড়ুতে হয়েছে ২৬৭ জনের মৃত্যু। কর্নাটকে ১১৫ এবং কেরলে ১৬৬ জনের। দেশের বাকি রাজ্যে মৃত্যু ১০০-র নীচেই রয়েছে। অন্ধ্রপ্রদেশ ৫৩, উত্তরপ্রদেশ ৫৬ এবং পশ্চিমবঙ্গে ৭৫ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। বাকি রাজ্যগুলিতে মৃত্যু ৫০-এর নীচে। কেরল এবং তামিলনাড়ুতে দৈনিক সংক্রমণ ১০ হাজারের উপরে রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে তা ৫ হাজারের বেশি। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমে তা ৩ হাজারের ঘরে। -আনন্দবাজার