পশ্চিমবঙ্গ : কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মমতা

পশ্চিমবঙ্গ : কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মমতা

পশ্চিমবঙ্গ : কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন মমতা

নির্বাচনী প্রতিশ্রুতি মেনে কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বাড়ালেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় আগে বাংলার কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা পেতেন। এ বার তা বেড়ে ১০ হাজার টাকা করা হল। ছ’মাস অন্তর পাঁচ হাজার টাকা করে পাবেন কৃষকরা।

বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় কৃষকদের হাতে অর্থ তুলে দেওয়ার কাজ শুরু হবে, সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ক্ষেতমজুর ও বর্গাদারদের আগে বছরে ন্যূনতম দু’হাজার টাকা করে দেওয়া হত। সেই ভাতাও বাড়িয়ে ৪ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মমতা।

মমতা বলেন, ‘‘দিল্লি সীমান্তে গত ৬ মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে, তাও কেন্দ্রের সে বিষয়ে কোনও ভ্রূক্ষেপই নেই। কেন্দ্রের কৃষক প্রকল্পে টাকা পান না চাষিরা। বাংলাই ব্যতিক্রম। এখানে কৃষকদের আয় তিনগুণ বেড়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধিতে রাজ্যের অন্তত ৬০ লক্ষ চাষি উপকৃত হবেন। শুধু চাষিরাই নন, অন্তত ৬২ লক্ষ ক্ষেতমজুর ও বর্গাদার এই প্রকল্পে উপকৃত হবেন।’’

সূত্র : আনন্দবাজার