২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় ৬৪ জনের মৃত্যু

২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় ৬৪ জনের  মৃত্যু

২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় ৬৪ জনের মৃত্যু-

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘন্টায় আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (ক্রান্ত হয়েছেন ৩,০১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২০৩৩ জন। এ নিয়ে সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান খুঁটিয়ে দেখলে বোঝা যাচ্ছে, অন্যান্য জেলায় করোনা সংক্রমণের ছবিটা কিছুটা আশাব্যঞ্জক হলেও চিন্তা এখনও জারি থাকছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতাকে নিয়ে। সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনার পরই উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। 

গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে সংক্রমিত ৪৩১ জন। আর পূর্ব মেদিনীপুরে ৪২৬। কলকাতায় সেই তুলনায় দৈনিক সংক্রমণ কিছুটা কম – ৩৬৬। মৃত্যুর নিরিখেও এগিয়ে উত্তর ২৪ পরগনাই। এখানে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৫,৬৭১টি, যার মধ্যে ৫.৪২ শতাংশ রিপোর্ট পজিটিভ। -সংবাদ প্রতিদিন