যশোরে করোনা শনাক্তের হার সর্বোচ্চ,মৃত্যু ৫

যশোরে করোনা শনাক্তের হার সর্বোচ্চ,মৃত্যু ৫

যশোরে করোনা শনাক্তের হার সর্বোচ্চ,মৃত্যুবরন করেছেন ৫ জন

যশোর প্রতিনিধি:যশোরে গত ২৪ ঘন্টায় ৬০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৯১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ শতাংশ। করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এদের মধ্যে দুইজন করোনা  এবং দুইজন  উপসর্গ নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি ছিলেন,সেখানেই তারা মারা যান। অপর একজন করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১০৮ জন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনার শনাক্তের হার বৃদ্ধি পাওয়ায় আর একটি করোনা ডেডিকেটেড হসপিটাল প্রস্তত করা হয়েছে। সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বৃদ্ধি পেলে হস্তান্তর শুরু করা হবে। এছাড়া  সংক্রমন ঠেকাতে আরো কঠোরতা আরোপ করা হবে বলে তিনি আরও জানান।