রামেক করোনা ইউনিটে প্রাণ গেল আরও ১০ জনের

রামেক করোনা ইউনিটে প্রাণ গেল আরও ১০ জনের

রামেক করোনা ইউনিটে প্রাণ গেল আরও ১০ জনের

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরো ১০ জনের মৃত্যূ হয়েছে। এদের মধ্যে একজন করোনায়, নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।  শনিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রোববার (২০ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। মৃতদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৫৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। এছাড়া রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৬৬ জন। এছাড়া সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২১১ জন ভর্তি রয়েছেন রামেকে। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৭৭ জন, যা আগের চেয়ে ১২ জন বেশি।’