বাবা-মা-বোনকে হত্যা : মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

বাবা-মা-বোনকে হত্যা : মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

পুরান ঢাকার কদমতলীতে পারিবারিক কলহের জেরে খাবারের সাথে  ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যার ঘটনায় নিহতের বড় মেয়ে মেহজাবিন ইসলমান মনু ও তার স্বামী শরিফুল ইসলামের বিরুদ্ধে শনিবার রাত ১২টার দিকে হত্যার শিকার মাসুদ রানার বড় ভাই শাখাওয়াত হোসেন বাদি হয়ে মামলা করেছে।

রবিবার (২০ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ।

ডিসি বলেন, ‘বাবা-মা ও বোনকে হত্যার অভিযোগে মেয়ে মেহজাবিন ও তার স্বামী শফিকুল ইসলাম অরণ্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মাসুদ রানার বড় ভাই শাখাওয়াত হোসেন। মামলার বিবাদী মেহজাবিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর তার স্বামী শফিকুল ইসলাম অরণ্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।’