পাবনায় দ্বিতীয় ধাপে ৩৩৭ পরিবার পেল ‘স্বপ্নের নীড়’

পাবনায় দ্বিতীয় ধাপে ৩৩৭ পরিবার পেল ‘স্বপ্নের নীড়’

পাবনায় দ্বিতীয় ধাপে ৩৩৭ পরিবার পেল ‘স্বপ্নের নীড়’

ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে মুজিববর্ষে দ্বিতীয় ধাপে পাবনার ৩৩৭ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘স্বপ্নের নীড়’।

গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার বিতরণ উদ্বোধন করবেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্ত ছিলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আফরোজা আক্তার প্রমুখ। এসময় ‘স্বপ্নের নীড়’ প্রাপ্তদের হাতে বাড়ির জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২য় ধাপে পাবনার নয়টি উপজেলায় ৩৩৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পাবনা সদর ১০০, সাথিঁয়া ৫০, আটঘরিয়া ২০, ফরিদপুর ২০, ঈশ্বরদী ৫০, চাটমোহর ২৫, সুজানগর ১২, বেড়া ৫০ এবং ভাঙ্গুড়া উপজেলায় ১০টি। প্রত্যেকটি বাড়ি নির্মানে ব্যায় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এর আগে প্রথম ধাপে পাবনায় ১ হাজার ৮৬ পরিবার ঘর পেয়েছে।