রাজধানীতে সকাল থেকে বৃষ্টি,ভোগান্তিতে অফিসগামী মানুষ

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি,ভোগান্তিতে অফিসগামী মানুষ

ফাইল ছবি

রাজধানী ঢাকায় সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে যার ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী ও কর্মজীবী মানুষ। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে কিছু কিছু সড়কে পানি জমে গেছে।   

মঙ্গলবার (২২ জুন) সকাল ছয়টার পর ঝুম বৃষ্টি শুরু হয়। সকাল ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, সরকারবাড়ি,কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে গেছেন।

সড়ক গুলোতে দেখা গেছে অফিস গামী মানুষ ছাতা নিয়ে রাস্তায় দাড়িয়ে আছে যানবহনের জন্য। অনেকে আবার রেন কোর্ট পরেই হাটা শুরু করেছে  গাড়ি না পাওয়ায়। নিম্নআয়ের দিনমজুর, রিকশাচালক, গার্মেন্টসকর্মীদের অনেককে মাথায় পলিথিন মুড়িয়ে বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে দেখা গেছে। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই রওনা হয়েছেন নিজ নিজ গন্তব্যে।

আবহাওয়া অফিস বলছে, আজ দিনভর রাজধানীতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।