নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা-

নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় সেখানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয় এবং কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।  

সোমবার (২১ জুন) জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের বরইতলা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। 

এ সময় বাজারে বেশ কিছু দোকানে তল্লাশি চালিয়ে মোট ২ বস্তা (২৪০০০ শলাকা) জনি বিড়ি ও  মায়া বিড়ি জব্দ করা হয়। বাজারে এ সমস্ত অবৈধ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় এর অপরাধে কয়েকটি দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার কমিটিকে এ সমস্ত অবৈধ নকল বিড়ি বিক্রয়ের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে এসব জব্দকৃত অবৈধ বিড়ি ও মেয়াদউত্তীর্ন বিভিন্ন পণ্যসামগ্রী জনসম্মুখে নষ্ট করে দেওয়া হয়।