৭ দিনের লকডাউনে ঠাকুরগাঁও

৭ দিনের লকডাউনে ঠাকুরগাঁও

৭ দিনের লকডাউনে ঠাকুরগাঁও -

সারা দেশে আবারও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুর হারও। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় লকডাউন থাকায় সারা দেশের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে করোনা সংক্রামণ রোধে ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) থেকে ১ জুলাই পর্যন্ত এটি কার্যকর থাকবে। বুধবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

লকডাউন সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনে যানবাহন, দোকানপাট, হোটেল, রেস্তোরা, শিল্প কলকারখানা, হাটবাজার, শপিংমল সহ সব ধরনের জনসমাবেশ বন্ধ থাকবে। এছাড়া বিনোদন কেন্দ্র, কোচিং সেন্টার, কমিউনিটি সেন্টার পর্যটন স্থান বন্ধ থাকবে। বন্ধ থাকবে এনজিও পরিচালিত কিস্তি উত্তোলন। তবে জরুরি সেবার ক্ষেত্র এর আওতামুক্ত থাকবে।

এছাড়া সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দপ্তর খোলা থাকবে। জরুরি প্রয়োজনেও মাস্ক পরিধান ছাড়া বাইরে বের হওয়া যাবে না। উল্লেখিত বিধিনিষেধ অমান্য করা হলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।